এতদ্বারা ছাতক উপজেলাধীন সকল সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক কে জানানো যাচ্ছে যে,২০১৮-২০১৯খ্রিঃ সনের অডিট সম্পাদনের নিমিত্তে যাবতীয় হিসাব নিকাশ (জমা খরচ,নগদ প্রবাহ বিবরণী,লাভ ক্ষতি,,উদ্বৃত্তপত্র ) আগামী ৩০/৭/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে উপজেলা সমবায় কার্যা লয়,ছাতক,সুনামগঞ্জ-এ দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমেঃ
মোহাম্মদ মতিউর রহমান,
উপজেলা সমবায় অফিসার,
ছাতক,সুনামগঞ্জ।
ফোনঃ ০৮৭২৩-৫৬১৩২, মোবাইলঃ ০১৭১৮১৪৫৬০৩
ইমেইলঃucochhatak376@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় অফিসারের কার্যালয়
ছাতক , সুনামগঞ্জ।
www.cooparaive.chhatak.sunamganj.gov.bd
স্মারক নং -৪৭.৬১.৯০২৩.০০০.২৩.০৪৯.১৫-৮০৮/৫০ তারিখঃ ২২/০৯/২০১৯ খ্রিঃ।
বিষয়ঃ ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্ত্ততিমূলক সভায় অংশগ্রহনের নোটিশ।
উপর্যুক্ত বিষয়ের আলোকে ছাতক উপজেলার সকল নিবন্ধিত সমবায় সমিতির সদস্যগণের অবগতির জানানো যাচ্ছে যে, ‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ০২ নভেম্বর শনিবার অনুষ্ঠেয় ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামী ০১/১০/২০১৯খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১.০০ঘটিকায় উপজেলা সমবায় অফিসারের কার্যালয়,ছাতক,সুনামগঞ্জ এক প্রস্ত্ততি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত প্রস্ত্ততি সভায় আপনাদের সদয় অংশগ্রহণ নিশ্চিত করে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের জন্য অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরী।
(মোহাম্মদ মতিউর রহমান)
উপজেলা সমবায় অফিসার
ছাতক,সুনামগঞ্জ।
ফোনঃ০৮৭২৩৫৬১৩২
মোবাইলঃ ০১৭১৮১৪৫৬০৩
প্রতি
সভাপতি ও সম্পাদক
.................সমবায় সমিতি লিঃ
ছাতক, সুনামগঞ্জ
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ
০১। জেলা সমবায় অফিসার, সুনামগঞ্জ।
০২। সংশ্লিস্ট নথি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস